Discounts up to 40% on new books
Product Description:
এই উপন্যাসে যাদের কথা বলা হয়েছে তারা একসময় সামন্ত রাজাদের আস্তাবল দেখাশোনা করতো, ঘোড়াদের পরিচর্চা করতো। আজ সেই রাজা নেই, নেই আস্তাবল এবং ঘোড়াও। সর্ব অর্থে দূরে সরিয়ে রাখা এই মানুষগুলির পদবী ‘সহিস’ হলেও সমাজে ‘হাড়ি’ বলে তারা পরিচিত—কাদা-নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করে শুয়োর প্রতিপালন যাদের একমাত্র জীবিকা। পুরুলিয়া-বাঁকুড়াসহ রাঢ়বঙ্গীয় ভূখণ্ডের একটি বৃহৎ অংশে তাদেরকে এতোটাই ঘৃণ্য বিবেচনা করা হয় যে, রাস্তার কুকুর ঘরের চৌকাঠ ডিঙোলে বা আঙিনায় ঢুকে পড়লে ‘হাড়িক হাড়িক’ বলে তাড়ানো হয়। ‘হাড়িক’ শব্দটি একটি হাড়ি ও একটি কুকুরকে সমগোত্রীয় করে দেয়।
No reviews